বাংলাদেশে সমবায়ের বিশাল আকারে পরিকল্পনা নেওয়া উচিত বলে আমি মনে করি। সারাদেশ জুড়ে সমবায় সমিতি ও সমবায় ব্যাংকের বড় পরিকল্পনা থাকা উচিত। সারাদেশ এমনকি গ্রাম পর্যায়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সমবায় ব্যাংকের একটা লিংকআপ তৈরী করলে ভালোয় হবে বলে আমি মনে করি। মানুষ অতিরিক্ত অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা সঞ্চয় করতে পারবে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে। এতে করে সময় ও খরচ দুইটিই বাঁচবে। বাংলাদেশের ১৬ কোটির উপরে মানুষ ১২ কোটি মানুষের কাছে আজ মোবাইল। জানুয়ারি ২০১৪ শেষে মোবাইল ব্যাংকিংয়ের মোট গ্রাহক দাঁড়িয়েছে দুই কোটি ৫২ লাখ ৩৬ হাজার। এসব গ্রাহকের সচল অ্যাকাউন্টের সংখ্যা এক কোটি ১০ লাখ ৫৩ হাজার। আগের মাস ডিসেম্বরে মোট গ্রাহক ছিল দুই কোটি ৫১ লাখ ৮৬ হাজার। আর সচল ছিল এক কোটি ২১ লাখ ৫৪ হাজার অ্যাকাউন্ট। এতে এক মাসের ব্যবধানে মোট গ্রাহক ৫০ হাজার বাড়লেও সচল অ্যাকাউন্ট কমেছে ১১ লাখ। এই যে এতো মানুষ ব্যাংকিং এর আওতায় আসলো, এই সব মানুষদের আরো অনেক সুযোগ সুবিধা দেওয়া সম্ভব। এই সকল মানুষদের ঝামেলা মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ করা সম্ভব। টাকা দিয়ে এ সম্পর্ক তৈরী হয় আবার টাকা দিয়ে এ সম্পর্ক শেষ হয়। এই জন্য এই টাকার লেনদেনটা ঝামেলা মুক্ত ভাবে ভায়া মিডিয়া না হয়ে সরাসরি গ্রাহক ও সার্ভিস হোল্ডারদের সংযুক্ত করা ভালো।