Tuesday, 24 February 2015

চিত্রজগত অতপর

কখনো ভাবিনি যে আমি কোনদিন ফিল্ম সম্পর্কীয় কোনো কাজ করতে পারবো বা করবো তারপরো কিভাবে কেনো যেনো চায়ের দোকানের তাফায়েলকে দেখে মনে হলো সে আমার গল্পের নায়ক।  তাকে নিয়ে গল্পটা সৃষ্টি হয়েছিলো মনের অজান্তেই কোনো ধরনের পরিকল্পনা ছাড়া।  শুধু কি মানুষ মেয়েদের দিকেয় তাকায় ? ছেলেদের মধ্যে কি কোনো পার্সোনালিটি নেয়।  দেখার ভাব ভঙ্গিটা অনেক কিছু।  নজর যদি ভালো থাকে তবে যতোই দেখতে কুত্সীত হোক মানুষ প্রেমে পরে যাবে।  প্রেম এ আবার আরেক পাগলাচোদা কাজকারবার।  কখন যে কার সাথে কেন ওয়াই ফায় এর কানেক্ট হয়ে যাবে কেউ জানবে না।  এখানে প্রেম প্রকাশ করতে পারাটা অনেক বড় পুরুষত্বের পরিচয়।  ফিল্মের যেকোনো একটা কাজে ঢুকতে পারতাম কিন্তু সাংবাদিকতা কেনো ? লেখালেখির কিছুটা অভ্যাস থাকায় জার্নালিজম পড়তে চেয়েছিলাম কিন্তু হয় নায়।  সেই কারণে একটু ঝোক তাছাড়া আগে থেকেও কিছুটা অভিজ্ঞতা আছে।  তারপর হটাত Chitrojgot.com নামের সাইট নেয় এবং চালু করি কিন্তু বন্ধু সুমন মোল্লার পেচের কারণে ওই প্রজেক্ট ও বন্ধ করে দিতে হয়।