Wednesday, 9 January 2013

2013

New Year New Life New Game .
আর কত , আর কত। কত আর এভাবে চলে, কত র এভাবে চালাব। দিন যায় রাত আসে থামেনা জীবন। মনের মাঝেতে আশংকা অনেক শুধুই যাই জীবন কত আর এভাবে চলে, কত র এভাবে চালাব। নুতুন বছর আসে অনেক আশা নিয়ে। কিনতু সবই গুড়েবালি। আগের মতোই চলছে চলবে বদলাবে না কোনো কিছু হইতোবা এটাই কপালের লিখন। তবুও আশাই থাকি হই  ভালবাসতে হই । ভালবাসা পেতে নতুন বছরের নই হাজার বছরের অপেক্ষা করতে রাজি আছি ।