Monday 19 August 2024

২০২৪-এ বাংলাদেশে আন্দোলন পর্ব -১





ভারতীয় আগ্রাসন হচ্চে, র এর এক্টিভিটিজ এই কারনে বেশী, আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে ভারত। বিনিময়ে আওয়ামী লীগ ও ইন্ডিয়াকে সব খুলে দিচ্ছে, পাকিস্তান-জামাত- বিএনপি একি সুতার তিন ঘুরি। তারাও তো চায় ক্ষমতা। জামাতের উপর যে নির্যাতন করা হয়ছে হয়তো সেও চায় ক্ষমতা, সেটা তারা জয় মনে করতে পারে। এই জামাত এর পিছে আছে পাকিস্তান আই এস আই, সি আই এ।

তারা কেনো ফাইনান্স করবে সেটা তারা জানে।
এই হল আবার আওয়ামী লীগ চায়নাকে এত সুবিধা দেওয়ার জন্যও ইন্ডিয়া কোন গেম খেলতে পারে।
র-আইএসআই-সিআইএ দন্দের মাঝে আওয়ামী তথা বাংলাদেশ ফাইসা গেছে।

২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিতর্কিত সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্জনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসীন হন। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের ছাত্র ও আমজনতার দ্বারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।