Saturday, 7 March 2015

আজকের পুজিবাদ

পুজিবাদ এই দেশে সমাজে চরমভাবে হানা দিয়েছে।  আগে দিনের মত রেডিওতে গান টিভিতে অনুষ্ঠান ও মঞ্চ নিয়ে কেউ আর মেতে নেয় সবায় দৌড়াচ্ছে টাকার দিকে বড় স্বপ্নের দিকে।  বড় বড় দালানকোঠা ওয়ালা শহরের দিকে।  সবার মাথার উপর ঘুরছে অভিজাত্য, টাকা আর বড় হওয়ার স্বপ্ন।  নিজেকে মেলে ধরতে পাগল হয়ে যাচ্ছে নারীরা।  শরীরের কাপড় ধীরে ধীরে ছোট হয়ে আসছে ফ্যাশনের নামে।   সবাই আজকাল প্রেম করে, কেউ টাইম...