পুজিবাদ এই দেশে সমাজে চরমভাবে হানা দিয়েছে। আগে দিনের মত রেডিওতে গান টিভিতে অনুষ্ঠান ও মঞ্চ নিয়ে কেউ আর মেতে নেয় সবায় দৌড়াচ্ছে টাকার দিকে বড় স্বপ্নের দিকে। বড় বড় দালানকোঠা ওয়ালা শহরের দিকে। সবার মাথার উপর ঘুরছে অভিজাত্য, টাকা আর বড় হওয়ার স্বপ্ন। নিজেকে মেলে ধরতে পাগল হয়ে যাচ্ছে নারীরা। শরীরের কাপড় ধীরে ধীরে ছোট হয়ে আসছে ফ্যাশনের নামে। সবাই আজকাল প্রেম করে, কেউ টাইম পাসের নাম কেউ পাসপাস খেলার নামে। পুজিবাদীর সাথে প্রেমের সম্পর্ক হলো টাকার সাথে যেমন মেয়ে মানুষের সম্পর্ক। টাকা যার আছে তার মাথায় টেনসন কম কাজ করে বাতিক্রমও ঘটতে পারে। টাকাওয়ালাদের পিছেয় আবার নারী নামক জন্তুর ঘুরে বেড়ায়। যাদের জন্য পুরুষ নামক খাদকরা পাগল। পৃথিবীর আদি থেকেই প্রেমের বাতাস বইছে। কিছু মানুষের ক্ষেত্রে এই বাতাসটি দমবন্ধ করে দেয়, আসলে তারা হইতো চরম দুর্দশা গ্রস্ত নাহলে প্রথম জীবনের প্রেমে বার্থ্য। তারা এখন আর সমাজিক না। তারা পশুর কাতারে। এই সব লোকেরা দেশে সমাজে হযবরল করে বেড়ায় না নিজে সুখ নিতে পারে না আরেকজনকে সুখী দেখতে পারে। এই পাপিষ্টদের একঘরে করে রাখা উচিত।